How to increase shelf life of flower (long-lasting cut flower) | KKS
0
0
0 Görünümler·
17/05/25
আপনারা যারা ফুল ভালোবাসেন ভিডিয়োটা তাদের জন্য। একটু সচেতনভাবে কিনলে এবং রাখার সময় কিছু ছোটখাটো বিষয় খেয়াল রাখলেই ফুল অনেকদিন ভালো থাকে।
যেমন: অতিরিক্ত পাতা ছেঁটে দেয়া, পানিতে চিনি মেশানো, ৪৫ ডিগ্রি কোণে নিচের অংশ কেটে নেয়া ইত্যাদি।
উল্লেখ্য, ঘরের ফুলকে কখনোই সরাসরি সূর্যালেকে রাখা যাবে না। অনেকেই পানি পরিবর্তন করে এবং নিচের অংশ অল্প অল্প করে কাটতে থাকে, যা আমি করি না। তারপরও অন্তত ৭-৮ দিন ফুল সতেজ থাকে। ব্যাপারটা মজার, তাই শেয়ার করা। আপনাদের আর কোনো আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন।
Daha fazla göster
0 Yorumlar
sort Göre sırala
Facebook Yorumları