How much money do students earn in Germany | KKS
0
0
0 ビュー·
17/05/25
স্টুডেন্ট থাকাকালীন আপনি একটা পার্ট টাইম এবং একটা মিনি জব করতে পারবেন। দুইটা জব করলে পড়াশোনার বারোটা বেজে যাবে তারপরও অনেকে করে।
যাইহোক, ট্যাক্স কাটার পর পার্টটাইম জব থেকে মোটামুটি হাজার খানেক ইউরো আয় হবে। দুইটা জব করলে সবকিছু কাটার পর মোটামুটি তেরো থেকে পনেরশো ইউরোর মতো আয় হয়। এটা একটা গড় নাম্বার। শিক্ষার্থীরা এরচেয়ে অনেক বেশি কিংবা কমও আয় করে।
もっと見せる
0 コメント
sort 並び替え
フェイスブックのコメント