close

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! HalalLife ওয়েবসাইটে আfriendfairs.comপনাকে স্বাগতম!

تا بعدی

কখনো ভাবতেও পারিনি মধুপুর গ্রামে এমন কিছু দেখবো

0 بازدیدها· 15/05/25
Dr Tasnim Jara
Dr Tasnim Jara
2 مشترکین
2
که در

কখনো ভাবতেও পারিনি মধুপুর গ্রামে এমন কিছু দেখবো

কয়েক বছর ধরে স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। গত বছর গ্রামীণফোন একটি প্রস্তাব দিয়েছিল—যদি আমার কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও, যেমন শিশুদের সঠিক পুষ্টি, দেশের ২০০০টি ইউনিয়নে দেখানো হয়, তাহলে কেমন হয়? এই উদ্যোগের লক্ষ্য ছিল, যারা অনলাইনে পৌঁছাতে পারে না, তাদের জন্যও এই তথ্যগুলো সহজলভ্য করা। ২০০০টি ইউনিয়ন মানে দেশের প্রায় অর্ধেক, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এই ভিডিও পৌঁছানো। তাই আমি এক কথায় রাজি হয়ে যাই।

এই উদ্যোগের নাম দেন "উঠান বৈঠক"। গ্রামে, কোনো খোলা জায়গায়, হয়তো কারও উঠোনে, গ্রামের নারীরা একত্রিত হয়ে এই ভিডিওগুলো দেখেন। শুনেছিলাম মানুষজন এগুলো অনেক আগ্রহ নিয়ে দেখেন। তাই একদিন নিজে গিয়ে দেখার ইচ্ছা হলো। রংপুরের মধুপুরে গেলাম এবং উঠান বৈঠকে বসে মানুষের সঙ্গে কথা বললাম, ভিডিও দেখলাম।

মানুষ এতো আগ্রহ নিয়ে আসছিলো, মনোযোগ দিয়ে ভিডিও দেখছিলো—এটা দেখেই আমি অভিভূত। ভাবতে পারিনি গ্রামের এত মানুষ আমাকে চেনেন, আমার কাজকে ভালোবাসেন। এই আন্তরিক ভালোবাসা আমাকে একদিকে অবাক করেছে, অন্যদিকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।

এই ভিডিওটা সেই দিনের অভিজ্ঞতা।

#InterneterDuniyaShobar #IDS


🙋🏽‍♀️ ABOUT DR TASNIM JARA
MBBS (DMC), MSc with Distinction (Oxford), MRCP (UK), DRCOG (UK), AFHEA (UK)

⊚ Co-Founder, Shohay Health
⊚ Senior Clinical Supervisor (Undergraduate), University of Cambridge
⊚ Internal Medicine Resident, Cambridge University Hospitals NHS Foundation Trust

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


نظرات فیس بوک

تا بعدی