Up next

এই দশটা উক্তি আপনার কাজে আসবে | Love for Imperfect Things | KKS

3 Views· 06/28/24
Khadizatul Kobra Sonya
0

এই ভিডিয়োর থাম্বনেইলে আমি যেই টাইটেল ব্যবহার করেছি, ওটা একটা কৌতুক! যেই বইয়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দাগিয়ে আমি ভরিয়ে রেখেছি, সেখান থেকে কেবল দশটা উক্তি বেছে নেয়া আমার পক্ষে সম্ভব না।
টাইটেলটা কেবল টাইটেলের জন্য ব্যবহার করেছি। বইটা আরো অনেক সুন্দর। যেই দশটা উক্তি আমি ব্যবহার করেছি, সেই দশটা উক্তির চেয়েও সুন্দর।

ভালো কথা, আপনি কি আমার চ্যানেলে নতুন? এই চ্যানেলে আমি দুনিয়ার সব হাবিজাবি জিনিস নিয়ে গল্প করি। সিরিয়াস কিছুই না।
বই আমার জীবনের একটা বড় অংশ। সেজন্য মাঝেমাঝেই আপনি আমাকে বই নিয়ে বকবক করতে শুনবেন। আপনি যদি বই ভালোবাসেন, তাহলে আমার সাথে থাকতে পারেন। কিন্তু আপনি যদি কেবল বই-ই ভালোবাসেন, তাহলে হতাশ হবেন। কারণ আজকে আমাকে বই নিয়ে কথা বলতে দেখলেও; কালকে হয়তো দেখবেন আমি গভীর মনোযোগের সাথে শুটকি মাছের গল্প করছি। মানে আমার যদি শুটকি মাছ নিয়ে কথা বলতে ইচ্ছে করে, তাহলে আমি সেটাই বলব।
সুতরাং, কেবল একটা কিছুর জন্য আমার চ্যানেলে আসলে, আপনার হতাশ হবার সম্ভাবনা আছে।

যাইহোক, আর একটা বাণী দিয়ে এই রচনা শেষ করে দিচ্ছি। এটা আমার ফেইসবুক পেইজের লিংক: https://www.facebook.com/Khadi....zatul-Kobra-Sonya-10
কখনো নীল রঙের ওই দুনিয়ায় আমাকে দেখতে ইচ্ছে হলে, উপরিউক্ত ঠিকানায় পাওয়া যাবে। এইতো! এতটুকুই!

পুনশ্চ: আমি যখন এই চিঠিটা টাইপ করছি, তখন বাইরে খুব ঝকঝকে রোদ। আমার মন খুব ভালো। আপনি যখন এই চিঠিটা পড়ছেন, তখন আপনার চারপাশের অবস্থা কেমন? আপনার মনের অবস্থা কেমন?
ভালোতো?


সোনিয়া
২০.০৪.২০২২

#BestQuotes #LoveForImperfectThings #HaeminSunim

Show more

 0 Comments sort   Sort By


Facebook Comments

Up next