রব্বানি হও, রমাদানি হয়ো না by Mizanur Rahman Azhari

2 المشاهدات· 03/02/25
admin
admin
مشتركين
0
في

রবের সাথে আমাদের সম্পর্কটা কি শুধুই রমাদান কেন্দ্রিক? যে রবের সন্তুষ্টি অর্জনের জন্য পুরো রমাদান মাস জুড়ে ইবাদতে লুটিয়ে পড়েছিলাম; সেই রব কি এখন আর নেই? তিনি কি আর আমাদের দেখভাল করছেন না? তিনি তো আমাদের চিরদিনের রব। কদরের রাতে সকল চাওয়া-পাওয়া নিয়ে যার দরবারে নির্ঘুম রাত কাটালাম, সেই রবের দরবার তো বন্ধ হয়ে যায়নি। আজও তা খোলা। তিনি তো আজও প্রতি রাতে আহ্বান করে বলে যাচ্ছেন কার কি লাগবে বলো। আমি তা ব্যবস্থা করে দিব।

রমাদান আসে, রমাদান চলে যায় কিন্তু রাব্বে কারিমের পক্ষ থেকে অনাবিল রহমতের ফল্গুধারা তো চলে যায় না। তাঁর রহমত ছাড়া কী আমাদের বেচেঁ থাকা সম্ভব? তিনি তো গোটা বছর জুড়েই আমাদের আগলে রেখেছেন। আমাদের সকল কার্যক্রম সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে পর্যেক্ষণ করছেন। তাহলে রমাদান চলে গেলে কেন আমরা উদাসীন হয়ে পড়ি? কেন আমাদের এমন গা-ছাড়া ভাব?

আসুন রমাদান কেন্দ্রিক না হয়ে, গোটা বছর জুড়েই তার গোলাম হয়ে ইবাদতের ধারা অব্যাহত রাখি। যত উপায় আছে, যত মাধ্যম আছে; সব কিছু আকড়ে ধরে রবের সন্তুষ্টির পথেই জীবন উৎসর্গ করি।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب