বিনয় রহমানের বান্দাদের ভূষণ
0
0
0 Lượt xem·
14/05/25
আমাদের ভেতরকার বিনয় কিংবা দাম্ভিকতার সিংহভাগই প্রকাশিত হয় আমাদের চাল-চলনে। বিনয় হলো রহমানের বান্দাদের ভূষণ। যার ফলে তাদের চাল-চলন থেকে শুরু করে প্রতিটি কাজে এমনকি ড্রাইভিংয়েও স্পষ্ট মার্জিত ভাব ফুটে ওঠে।
ক্ষমতার দাপট কিংবা যৌবনের তাড়নায় তারা দম্ভভরে অন্যের কষ্টের কারণ হয় না। কারণ এটা যে স্বয়ং আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলার আসমানি আদেশ— ‘যমীনে দম্ভভরে চলাফেরা করো না; নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক, অহংকারীকে পছন্দ করেন না’। (সূরা লুকমান : ১৮)
তাই যারা চাল-চলনে দাম্ভিকতার পরিবর্তে বিনয়কে বেছে নেয় তারাই সফলকাম। আখিরাতে তাদের জন্যই বরাদ্দ রয়েছে জান্নাতের অনিন্দ্যসুন্দর বাসভবন।
Cho xem nhiều hơn
0 Bình luận
sort Sắp xếp theo
Bình luận trên Facebook