প্রকৃত সুখ কি দুনিয়াবি প্রাচুর্যে নাকি অন্তরের ধনাঢ্যে?

1 Lượt xem· 03/02/25
admin
admin
Người đăng ký
0
Trong

ইসলাম পূর্ণাঙ্গ এবং বাস্তব সম্মত একটি জীবন বিধান। সুখের মাপকাঠিতে আত্মিক প্রশান্তির পাশাপাশি জাগতিক চাহিদাগুলোকে ইসলাম অগ্রাহ্য করে না। কারণ দুটোর মাঝে ভারসাম্যপূর্ণ সমন্বয়ই দিতে পারে ইহকালীন ও পরকালীন প্রকৃত সুখের দিশা। রাসূল (ﷺ) ইরশাদ করেন— ''পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন, দরিদ্রতা তার নিত্যসঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ সে ততটুকুই লাভ করতে পারবে, যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সবকিছু সুষ্ঠু করে দিবেন, তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাযির হবে।'' [ইবনু মাজাহ : ৪১০৫]

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo