close

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! HalalLife ওয়েবসাইটে আfriendfairs.comপনাকে স্বাগতম!

Als nächstes

আল্লাহর শুকরিয়া আদায় নিয়ামতকে বৃদ্ধি করে | Mizanur Rahman Azhari

0 Ansichten· 14/05/25
Mizanur Rahman Azhari
Mizanur Rahman Azhari
2 Abonnenten
2
Im

আমরা আল্লাহর শত শত নিয়ামত ভোগ করেও প্রশান্ত চিত্তে সামান্য শুকরিয়াটুকু আদায় করতে কৃপণতা করি। আর অধিকাংশের অবস্থাই এমন যে— আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবে কি, নিয়ামতের মাঝেই যে নিমজ্জিত আছে এটাই অনুভব করে না! উন্মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সক্ষমতা হারিয়ে যখন হসপিটালে এক সিলিন্ডার অক্সিজেন কিনতে হয়, তখন টের পাওয়া যায় প্রতিনিয়ত শত শত লিটার অক্সিজেন ফ্রিতে নেওয়ার নিয়ামতটা কত বড় ছিলো। তার আগে লক্ষ-কোটি টাকার ধন-সম্পদ পেয়েও মনের মাঝে অনবরত নাই নাই জিকির চলতে থাকে। আপেক্ষিকভাবে আমরা হয়তো সবাই সব দিক থেকে সেরা অবস্থানে নেই। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবো যে, অন্তত যে অবস্থানে আমি আছি, সেটাই অনেকের নিকট স্বপ্ন। এমতাবস্থায় প্রিয় রবের শুকরিয়া আদায় না করে কীভাবে দিন পার করা যায়?

তাই আসুন না, সদা-সর্বদা প্রাণ ভরে আল্লাহর প্রশংসা করে হৃদয়টাকে প্রশস্ত করি। আর এটা শুধু আমাদের হৃদয়টাকেই প্রশস্ত করবে না, আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে বহুগুণে বাড়িয়ে দিবে। কেননা, মহান আল্লাহ্‌ তা’আলা বলেন— যদি তোমরা শুকরিয়া আদায় কর, অবশ্যই আমি তোমাদেরকে আরো বেশি বাড়িয়ে দেব। [সূরা ইবরাহিম : ০৭] কারণ তাঁর ধন ভাণ্ডারে তো কমতি নেই। কমতি আছে তাঁর প্রতি আমার আপনার শুকরিয়া আদায়ে।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Facebook Kommentare

Als nächstes