close

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! HalalLife ওয়েবসাইটে আfriendfairs.comপনাকে স্বাগতম!

Up next

জামাত-শিবিরের যে কৌশলে কুপোকাত বিএনপি-ছাত্রদল! Shibir| BNP

0 Views· 15/05/25
বাংলা কথন
2

জামাত-শিবিরের যে কৌশলে কুপোকাত বিএনপি-ছাত্রদল!

#ncp
#nagorikparty
#jamat_e_islami
#jamatshibir
#bnpnews
#shahbagandolon
#awamileague
#awamileagueban
#banglanewstoday
#ajkerkhobor
#foryou

বিএনপি
সাদিক কায়েম
------------+++--------
আবারো অগ্নি পরীক্ষায় বিএনপি। ৫ আগস্টের পর দলটির জন্য সময়টা যেনো বড্ড কঠিন। কোথায় ক্ষমতায় বসে দেশ চালাবে তানা দেশটাই যেনো তাদের জন্য হয়ে উঠেছে পরীক্ষার হল।
--
প্রথম পরীক্ষাটা ছিলো রাষ্ট্রপ্রতির পদত্যাগ ঘিরে। গেলোবছর শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ দাবিতে যখন দূর্বার আন্দোলন গড়ে তুললো বৈষম্য বিরোধী ছাত্ররা তখন তাতে প্রধান বাধা হয়ে দাড়ায় বিএনপি। তাদের যুক্তি এই মুহুর্তে চুপ্পুর অপসারণ নতুন সংকটের জন্ম দিবে, যা প্রলম্বিত করবে জাতীয় নিবাচন। রাষ্ট্রপ্রতির পক্ষে বিএনপির এমন জোড়ালো অবস্থানের কারণে শেষমেষ পিছু হটে ছাত্ররা। আল্টিমেটাম দিয়েও পরে তা উইথড্র করতে বাধ্য হয় তারা। ঝুলে যায়, রাষ্ট্রপ্রতির অপসারণ ইস্যু।
----
এই ঘটনার জের কাটতে না কাটতে হাজির হয় নতুন এক জাতীয় ইস্যু। জুলাই গণঅভ্যুত্থানকে আনুষ্ঠানিক রুপ দিতে জুলাই প্রক্লেমেশন ঘোষণার উদ্যোগ নেয় ছাত্ররা। ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ঘটা করে আয়োজন করা হয় অনুষ্ঠানের। কিন্তু এতেও বাধ সাধে ওই বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। তারা এটিকে উটকো ঝামেলা ও নিবাচন পেছানোর কৌশল আখ্যা দেয়। ফলাফল এই উদ্যোগও স্থগিত। পরে শহিদ মিনারে অনুষ্ঠান হলেও প্রক্লেমেশন আর হয়নি। এব্যাপারেও আআল্টিমেটাম দেয় ছাত্ররা। ২৪ এর ৩১ ডিসেম্বর বলা হয় ২৫ এর ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণা না করলে আবারো মাঠে নামবে ছাত্ররা। কিন্তু সেই আলটিমেটাম কেবল আলটিমেটামি থেকে যায়। কাজের কাজ কিছুই হয়নি।
---
এরপর সংস্কার নিয়ে ঘটে যায় তুলকালাম কান্ড। বিএনপির সিনিয়র নেতারা বলতে থাকেন এসব সংস্কার টংস্কার তারা মানেননা। তাদের দাবি একটাই দ্রুত নিবাচন। পরে অবশ্য কিছু সংস্কারে তারা রাজি হয়। কিন্তু বেশির ভাগ বড় সংস্কার কাজেই জানায় অসম্মতি। এরমধ্যে পরপর দুইবার প্রধানমন্ত্রী থাকা ও প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর ব্যাপারেও ভেটো দেয় বিএনপি।
---
তবে এতসব পরীক্ষায় ফেইল করলেও এবারের পরীক্ষাটা একদম ফাইনাল পরীক্ষা। কারণ এই দাবিটা কোটি কোটি মানুষের প্রাণের দাবি। আওয়ামীলীগের রাজনীতি চিরতরে বন্ধের দাবি। যে দাবিতে লাখো লাখো মানুষের কন্ঠে প্রকম্পিত হচ্ছে শাহবাগ। এখানে কে নেই। বিএনপি আর আওয়ামীলীগ ছাড়া প্রায় প্রত্যেকটি দলের নেতাকর্মীরাই অংশ নিয়েছে। জামাত আছে, শিবির আছে, আছে হেফাজত আর চরমোনাইও। এনসিপির লোকজনও আছে। তবে নেই শুধু বিএনপি আর তাদের ছাত্রদল।
---
রাজনীতি বিশ্লেষকরা মনে করেন এমন একটা জনপ্রিয় দাবির সাথে একাত্মতা ঘোষণা না করে যদি বিএনপি ঘরে বসে থাকে তাহলে ভোটের রাজনীতিতে তারা অনেক পিছিয়ে পড়বে৷ কারণ জনগণ বুঝে নেবে বিএনপি আওয়ামীলীগ যেহেতু নিষিদ্দ চায়না মনেহয় তারা ভারতের সাথে আতাত করছে। আর এদেশের মানুষ আর যাইহোক ভারতপন্থী কাউকে ক্ষমতার মসনদে বসাবেনা।
--
অনেকেই বলছেন, চলমান ইস্যুতে সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে ইসলামি ছাত্রশিবির। কেনোনা হাসনাত আবদুল্লারা আন্দোলন শুরু করলেও এখানে বেশিরভাগ লোকজন নিয়ে এসেছে শিবির। শিবির ছাড়া এই আন্দোলন এতটা বড় হতোনা বলে মনে করেন তারা। সেই প্রথমদিন ঘোষণা দিয়ে মাঠে নেমেছে শিবির। এখনও মাঠে আছেন সিবগাতুল্লাহ সিবগারা। শ্লোগানে প্রকম্পিত করছেন রাজপথ। তবে তাদেরকেও কোনঠাসা করার চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী বিশেষ করে বাম সংগঠনের নেতারা বলছে, এখানে শিবির থাকলে তারা সেই আন্দোলনে যাবেনা। শাহবাগে দেয়া শিবিরের একটি শ্লোগান " গোলাম আজমের বাংলায়, আওয়ামীলীগের ঠাই নাই" এটিকে ঘিরেও সমালোচনা করছেন অনেকেই।।
----
এদিকে শিবির সভাপতি জাহিদ যখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাঠে তখন ছাত্রদল সভাপতি রাকিব ঘুরছেন পতেঙ্গা সমুদ্রে। ফলে মানুষ স্পষ্টভাবে ছাত্রদলের বিপক্ষে এবং শিবিরের পক্ষে রায় দিচ্ছে।।
--
এদিকে এই ঘটনায় দল হিসেবে জনপ্রিয়তা অজন করেছে জামায়াতে ইসলামী। কারণ তারাও দলীয়ভাবে সেই শুরু থেকেই যমুনাতে যেমন ছিলো তেমনি শাহবাগেও ছিলো। দল হিসেবে সবচেয়ে ধারাট কে খাবে সেটাতো বুঝাই যাচ্ছে-বিএনপি। যে দলটা দিনরাত কেবল ইলেকশন ইলেকশন জপছে সেই বিএনপি শেষমেশ জনপ্রিয়তায় ধস নামার কারণে ইলেকশনে হেরে যাবে নাতো?
---
এদিকে চলমান আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও উদ্যোগ নেয়ার জন্য এনসিপিও এগিয়ে থাকবে। তবে এবার এনসিপিকেও ছাড়িয়ে যাবে হাসনাত আবদুল্লাহর জনপ্রিয়তা। কারণ তারজন্যই আজ এি জাগরণের শুরু। আর নতুন আত্মপ্রকাশ করা সাবেক শিবিরের আপ বাংলাদেশও এক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করেছে বলে মনে করেন কেউকেউ।

দশক, আপনার কি মনেহয়, বিএনপি-ছাত্রদল নাকি জামাত-শিবির আর এনসিপি-আপ বাংলাদেশ জনপ্রিয় হবে এই ইস্যুতে?

Show more

 0 Comments sort   Sort By


Facebook Comments

Up next