আমি প্রাণ ভিক্ষা চাইবো না || কবিতা আবৃত্তি || Ami Pran Vikkha Chaibo Na || Poetry Recitation

1 Views· 06/14/24
Dr. Shafiqul Islam Masud
Dr. Shafiqul Islam Masud
3 Subscribers
3

তবুও আমি প্রাণ ভিক্ষা চাইব না

-মু. সাজ্জাদ হোসাইন

মিশরের জামাল নাসের যখন আব্দুল কাদের আওদাহকে
দুটি ক্রেনের সাথে শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিল
আর বলেছিল তুমি ক্ষমা চাও নচেত তোমাকে চিড়ে ফেলা হবে
আব্দুল কাদের আওদাহ বলেছিলেন
‘আমি কোন জালিমের কাছে প্রাণ ভিক্ষা চাইব না’
তোমরাও জেনে রাখ
আমিও প্রাণ ভিক্ষা চাইব না

আমার শাহাদাতের পর আমার পরিবার আর ইয়াতিম সন্তানদের
এক ঝঞ্জাবিক্ষুব্ধ সমুদ্রের উত্তাল তরঙ্গমালার উপর কেবলমাত্র
মহান আল্লাহর অভিভাবকত্বে রেখে যাচ্ছি
জানি না নিকট অতীতে তাদের জন্য কী অপেক্ষা করছে
জৌলসপূর্ন এ দুনিয়ার অনেক চাহিদাই পূরণ করতে পারিনি আমি
তবুও আমি আমার প্রাণ ভিক্ষা চাইব না
একজন মুমিন কখনও কোন মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে না

সাইয়্যেদ আবুল আলা মওদুদীকে যখন
ফাঁিসর মঞ্চের পাটাতনে দাঁড় করিয়ে বলা হয়েছিল
আপনি ক্ষমা চান আপনাকে ক্ষমা করে দেয়া হবে
তিনি বলেছিলেন মওতের ফায়সালা জমিনে নয় আসমানে হয়
আমিও বলতে চাই আমার মওতের ফয়সালাকারী তোমরা নও আল্লাহ

আমি জানি আমি ৭১-এ কোন অপরাধ করিনি
আমি আবারও বলছি ৭১ সালে আমি কোন অগ্নিসংযোগ করিনি,
হত্যা করিনি, লুন্ঠন করিনি, করিনি ধর্ষণ
তবে মতলববাজেরাও এটি জানে
তারপরেও আমি চিৎকার করে বলতে চাই
হে পৃথিবীবাসী তোমরা জেনে রেখো
আমি সোহাগপুরের হত্যাকারী নই
নই আলবদর কমান্ডার

আমার একটাই অপরাধ আমি খোদার জমিনে খোদার আইন চাই
সৎলোকের শাসন চাই, চাই একটি সুন্দর পৃথিবী
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া,
তামাবিল থেকে বাংলাবাধঁ ...
একজন সুন্দরী রমনী মূল্যবান অলংকার পরে
নির্দিধায় চলতে পারবে তার পথ
যেমনিভাবে চলেছিল সানা থেকে হাজরা মাওত।

Show more

 0 Comments sort   Sort By


Facebook Comments