Up next

শহীদে শহীদে জনপদ শেষ || শহীদি গান || Shaheede Shaheede janapad Sesh || Shaheedi gaan

1 Views· 06/14/24
Dr. Shafiqul Islam Masud
Dr. Shafiqul Islam Masud
3 Subscribers
3

শহীদে শহীদে জনপদ শেষ

শহীদে শহীদে জনপদ শেষ
কী অপরাধ! হায় আমাদের, করো নির্দেশ।
শহীদে শহীদে জনপদ শেষ
লহুতে লহুতে ছেয়েছে এ দেশ।

তবুও কেন যে হে মেহেরবান ,
কোরআনের সেই সমাজ করোনা দান।
কী অপরাধ! হায় আমাদের, করো নির্দেশ।

তাহলে কি মালেকের খুন বিফলে বিপথে গিয়েছে রে,
সাব্বিরের মা অকারণে কলিজা বিলিয়ে দিয়েছে রে ।
না না না না তা হতে পারে না,
হতে পারে না,
শহীদের প্রাণ চির অম্লান, চির অনিঃশেষ।

শাহজামাল নাই, ইমরানও নাই, জাহাঙ্গির, ইলিয়াস, খলিলও নাই।
খুনরাঙা পথ চলতে তবু প্রেরণায় বেদনায় তাদেরই পাই।
শয়নে স্বপনে সেই স্মরণে,
সেই স্মরণে।
ব্যথাতুর মন ব্যথাতুর সুর রিক্ত পরিবেশ।
শহীদে শহীদে জনপদ শেষ
লহুতে লহুতে ছেয়েছে এ দেশ।

Show more

 0 Comments sort   Sort By


Facebook Comments