ক্যারিয়ার গড়তে শর্টকাট নয়, পরিশ্রম বেছে নিয়েছিলেন যে সাহাবী | মিজানুর রহমান আজহারি
ক্যারিয়ার গড়তে শর্টকাট নয়, পরিশ্রম বেছে নিয়েছিলেন যে সাহাবী মিজানুর রহমান আজহারি
পৃথিবী ফুল বিছানো কোন ফুলসজ্জা নয়। যতদিন বেঁচে থাকতে হবে সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে। বাংলাদেশে চাকরির বাজার দিন দিন কঠিন হয়ে পড়ছে। প্রযুক্তির কল্যাণে কর্মসংস্থানে মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার অনেক আগেই শুরু হয়েছে। হাল আমলের আর্টিফিশাল ইন্টেলিজেন্স অদূর ভবিষ্যতে মানুষের কর্মসংস্থানকে যে আরোও বেশি সংকুচিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই বর্তমানে শুধু চাকরির পেছনে না ছুটে নতুন নতুন আইডিয়া জেনারেট করে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই। এতে করে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে; সেইসাথে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির ফলে বেকারত্বের সংখ্যাও কমে আসবে ইনশাআল্লাহ।
কোন কাজকেই ছোট করে দেখা ঠিক না। ছোট বড় যে কোন কাজের সাথে জড়িত থেকে নিজের কর্মদক্ষতা বাড়াতে হবে। মনে রাখতে হবে— কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়।